প্রথমেই বলে নেয়া ভালো গতবছর মার্চে আমি আমার শেষ ১০ কিমি দৌড়েছি। এবার নভেম্বর থেকে ঢাকা হাফ ম্যরাথনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু যেদিন রেজিস্ট্রেশন সেই রাতে ভুলে গিয়েছিলাম কখন রাত ৮ টা বেজে গেছে, শোয়েব ভাই এর সাথে অন্য কারণে ফোন দিলাম, বলল আগে রেজিস্ট্রেশন করেন, শুরু করতে করতেই স্লট ফুল !
কি একটা অবস্থা
যাই হোক, একটা মিস তো আরেকটা চেষ্টাতো করতে হবে, আগেই রাজীব ভাইয়াকে বলে রেখেছিলাম একটু জানাতে। বরাবরই মানুষটা খুব ভালো। মনে করিয়ে দিলো। তারপর প্রিপারেশন শুরু। কি আর প্রিপারেশন, ৩ কিমি দিতেই অবস্থা খারাপ। কোনোরকমে ৫ কিমি এর প্রিপারেশন নিয়ে আল্লাহ্র নাম নিয়ে কিট কালেকশন করলাম
রাজীব ভাইয়া 7777 টা মেরে দিলো আমার বিব উইথ পাকনা রিজয়
রেস শুরুর আগের রাতে আগে আগেই ঘুম, ভোর ৪টায় উঠলাম, ফ্রেশ হলাম, খেজুর নিলাম। রওনা দিলাম ৪:৪৫ এ । পৌঁছে দেখি ব্যপক প্রিপারেশন সবার। স্ট্রেচিং চলছে ধুমসে। শুরুর আগে দেখা হল লেজেন্ড তুষার ভাই এর সাথে

ওকে, অল প্যাকড। বেলুন উড়াইলো, কিন্তু একি, আটকে গেলো তারের সাথে, যাক মজা নিয়ে শুরু। কোনও ঝামেলা ছাড়াই ৪ কিমি শেষ। এর পর আস্তে আস্তে শরীর বাবাজি বলা শুরু করলো কি রে তোর ৫ কিমি কিন্তু সামনে শেষ, পারবি ? পারবোনা মানে ? ২ জন আপাকে টার্গেট করলাম যাদের পেস দেখলেই বোঝা যাচ্ছে উনারা ৮ কিমি/ঘণ্টা ধরে ১ ঘণ্টা ১৫-২০ মিনিটের মধ্যে শেষ করার টার্গেটে আছে। মনে মনে সেট করলাম আপারা পারলে আমিতো পারবোই ইনশাল্লাহ।
মাঝে মধ্যে তো আপাদের সাথে থাকাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, উনারা দুরে গিয়ে হাঁটলেই আমি দৌড়ে উনাদের ক্যাচ আপ করতাম, যাই হোক , এইভাবে ৯ কিমি শেষ, তখন ১ ঘণ্টা ১০ মিনিট, মানে আরও ২০ মিনিট আছে

এর পর লাস্ট ওয়াটার স্টেশনে দাঁড়িয়ে আরাম করে পানি খেয়ে একটা কলাও খেয়ে দিলাম, এর পর দেখি ৩ মিনিট শেষ, পরের ৬০০ মিটার হাঁটলাম, তারপর দৌড়, শেষ করলাম ১ ঘণ্টা ২৩ মিনিটে। হাসেন, কোনও ব্যাপার না 😀
আনিক ভাইয়া ১:২০ এর পেসার ভাইজান এইখানে ছবি তুলতে বিশাল লাইন
সুতরাং এভাবেইসামস আর জ্যাক নো কামড়, করোনা প্রব্লেম রাজীব সাহেব কোনও এক ভাই এর তোলা আমার ঝাপসা ছবি
এইবারের ১০কিমি এ আমার টার্গেট ই ছিল ১:২০ এ শেষ করার, প্রিপারেশনের কিছুই নিতে পারি নাই। ৩ মিনিট বেশী লাগছে কারণ পানি খাইলাম আর কিছুক্ষণ আড্ডা দিলাম পানির ওইখানের এক ভাই এর সাথে। শেষ তো করছি 😀
আগামিবার ইনশাল্লাহ ১ ঘণ্টার আগে শেষ করবো, দোয়াপ্রার্থী
হু ঠিক বলছেন, ১ ঘণ্টা ২৩ মিনিটে শেষ করার এই গল্প এতক্ষণ পড়িয়া সময় নষ্ট করা আপনার একদমই ঠিক হয় নাই
আজকে এই পর্যন্তই
ঢাকা, মার্চ ১৪ ‘২০২০